
আমি আর আকাশ দেখি না
তুমি ছিলে না তাই,
আমি আর চাঁদকে খুঁজি না
অন্ধকারটাই চাই।
আমি আর আগের মতো নেই তো
বদলে গেছি এখন,
বৃষ্টি এলে আর ভিজি না
হাসি না যখন তখন।
আমি আর মেঘের ভেলায় ভাসি না
আমি আর কষ্ট পেলেও কাঁদি না।
যেন নীরব আমার মন
ভেজা চোখ যখন তখন
হারিয়ে ফেলেছি আমায়
আমি যেন এখন।
তুমি ছিলে না তাই,
আমি আর চাঁদকে খুঁজি না
অন্ধকারটাই চাই।
আমি আর আগের মতো নেই তো
বদলে গেছি এখন,
বৃষ্টি এলে আর ভিজি না
হাসি না যখন তখন।
আমি আর মেঘের ভেলায় ভাসি না
আমি আর কষ্ট পেলেও কাঁদি না।
যেন নীরব আমার মন
ভেজা চোখ যখন তখন
হারিয়ে ফেলেছি আমায়
আমি যেন এখন।