Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নক্ষত্রের আত্মগোপন

নক্ষত্রের আত্মগোপন
একটি নক্ষত্র কোথায় যেন আত্মগোপনে আছে
তবে কি ভালোবাসার নদীটা সেও ভুলে গেছে?

আমি পইপই করে খুঁজছি তারে যুগ থেকে যুগান্তর
আর সে কিনা লুকিয়ে আছে আমারই অন্তর...
তবে কি আমি চিনি না... আমারই বাহির ভেতর
চারদিকে এত যে সৌরভ কোথায় আমার আতর?

আমি কেবল সবখানে দেখছি রঙের আগুন
দেখছি সবার ঘরে এবং বাইরে তাজা ফাগুন
তবুও কিছুতেই যেন কমছে না গায়ের জ্বর
তবে কি আমি... নিজেই এখন নিজের পর?

তবে যা কিছুই হোক কেন আমি থাকি আমার মতন
যে সিন্দুকে ছাই রাখা যায়
সেই একই সিন্দুকে কি রাখা যাবে না দুর্লভ রতন?
 

কমেন্ট বক্স