একটি নক্ষত্র কোথায় যেন আত্মগোপনে আছে
তবে কি ভালোবাসার নদীটা সেও ভুলে গেছে?
আমি পইপই করে খুঁজছি তারে যুগ থেকে যুগান্তর
আর সে কিনা লুকিয়ে আছে আমারই অন্তর...
তবে কি আমি চিনি না... আমারই বাহির ভেতর
চারদিকে এত যে সৌরভ কোথায় আমার আতর?
আমি কেবল সবখানে দেখছি রঙের আগুন
দেখছি সবার ঘরে এবং বাইরে তাজা ফাগুন
তবুও কিছুতেই যেন কমছে না গায়ের জ্বর
তবে কি আমি... নিজেই এখন নিজের পর?
তবে যা কিছুই হোক কেন আমি থাকি আমার মতন
যে সিন্দুকে ছাই রাখা যায়
সেই একই সিন্দুকে কি রাখা যাবে না দুর্লভ রতন?
তবে কি ভালোবাসার নদীটা সেও ভুলে গেছে?
আমি পইপই করে খুঁজছি তারে যুগ থেকে যুগান্তর
আর সে কিনা লুকিয়ে আছে আমারই অন্তর...
তবে কি আমি চিনি না... আমারই বাহির ভেতর
চারদিকে এত যে সৌরভ কোথায় আমার আতর?
আমি কেবল সবখানে দেখছি রঙের আগুন
দেখছি সবার ঘরে এবং বাইরে তাজা ফাগুন
তবুও কিছুতেই যেন কমছে না গায়ের জ্বর
তবে কি আমি... নিজেই এখন নিজের পর?
তবে যা কিছুই হোক কেন আমি থাকি আমার মতন
যে সিন্দুকে ছাই রাখা যায়
সেই একই সিন্দুকে কি রাখা যাবে না দুর্লভ রতন?