Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
পাল্টা সাধারণ সভায় বদরুল খান ও রোকন হাকিম বহিষ্কার

জালালাবাদ কি তাহলে দুই ভাগ হয়েই গেল?

জালালাবাদ কি তাহলে দুই ভাগ হয়েই গেল?
অবশেষে নিউইয়র্কে বৃহত্তর সিলেটবাসীর সবচেয়ে বড় আঞ্চলিক ও সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক দুই ভাগ হলো। সংগঠনের তহবিল থেকে নিজ নামে ‘জালালাবাদ ভবন’ কেনা নিয়ে সৃষ্ট বিরোধে সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে চূড়ান্ত অব্যাহতির এক সপ্তাহ পরই পাল্টা সাধারণ সভায় বহিস্কার করা হলো সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমকে। 
সভায় ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়েছে সহ-সভাপতি শাহীন কামালীকে। ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী ও সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার ফলে কার্যত পাল্টাপাল্টি নেতৃত্ব তৈরি হলো প্রবাসে ৩৮ বছর ধরে ঐক্য ধরে রাখা বৃহত্তর সিলেটবাসীর এই সংগঠনটির। 
গত ১৮ জুন রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বিশেষ সাধারণ সভা ডাকেন এর আগে ১১ জুন রোববার একই স্থানে অনুষ্ঠিত সাধারণ সভায় বহিস্কৃত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। দুটি সাধারণ সভায়ই প্রায় সমানসংখ্যক উপস্থিতি লক্ষ করা গেছে। 
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ-সভাপতি (সুনামগঞ্জ) শাহীন কামালী সভাপতিত্ব করেন। মইনুল ইসলাম সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এরপর অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভা আহ্বানসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (সহ-সম্পাদক) রোকন হাকিমকে বাহিস্কার করা হয়। উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে এই প্রস্তাবে সমর্থন জানান। 
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। এরপর এসোসিয়েনের যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভামঞ্চে উপবিষ্ট ছিলেন এসোসিয়েশনের সাবেক ট্রাষ্টি আব্দুল হাসিব, সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, এম এ কাইয়ুম ও ওয়াহিদুর রহমান মুক্তা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজিজুর রহমান সাবু ও এমাদ চৌধুরী, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক সহ সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন আহমদ, ডা. জুন্নন চৌধুরী ও কাতার জালালাবাদ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
সভার প্রথমেই জরুরি সাধারণ সভা আহ্বানের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন সভার সভাপতি শহীন কামালী। এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মইনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দীন। এছাড়াও বক্তব্য দেন দেওয়ান শাহেদ চৌধুরী, পংকি মিয়া, রিয়াজ উদ্দিন কামরান, ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সৈয়দ জুবায়ের আলী, শাহীন আজমল, মামুন আহমেদ, আতাউল গণি আসাদ, এবাদ চৌধুরী, দরুদ মিয়া রনেল, হুমায়ুন চৌধুরী, মোহাম্মদ মহসিন সেলিম, এম আলাউদ্দিন, মোশাহেদ চৌধুরী, এম করীম চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ১১ জুনের সাধারণ সভা ও সভাপতি বদরুল হোসেন খানের কর্মকান্ডের সমালোচনা করে বলেন, ঐ সভায় সিকিউরিটি দিয়ে যেভাবে জালালাবাদবাসীকে নাজেহাল করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং সভাপতি বদরুল হোসেন খান সাংগঠনিক নিয়ম-কানুন ও গঠনতন্ত্র লংঘন করেছেন। 
বক্তারা বলেন, ‘জালালাবাদ ভবন’ সময়ের একমাত্র দাবি। এজন্য সাধারণ সম্পাদক মইনুল ইসলাম যে উদ্যোগ নিয়েছেন তা ধন্যবাদ পাওয়ার যোগ্য। বক্তারা ক্রয়কৃত ভবন রক্ষার ব্যাপারে এক্যমত পোষণ করেন এবং আলোচনার মাধ্যমে উদ্ভুত সমস্যার সমাধানের আহ্বান জানান।
সভার শেষ পর্যায়ে শাহীন কামালী নির্বাচিত সাধারণ সম্পাদককে বহিষ্কার করা, বিভিন্ন অনিয়ম ও গঠনতন্ত্র লংঘনের অভিযোগ সহ ৮দফা অভিযোগে সভাপতি বদরুল হোসেন খান ও সহ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) রুকন হাকিম-কে সংগঠন থেকে বহিষ্কারের প্রস্তাব করলে সভায় উপস্থিত সকলে হাত তুলে তা সমর্থন করেন। এই সিদ্ধান্ত ২৫ জুন থেকে কার্যকর হবে। এরপর মইনুল ইসলামের প্রস্তাবে শাহীন কামালীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের প্রস্তাব করলে এই সিদ্ধান্তও উপস্থিত সকলে হাত তুলে তা সমর্থন করেন।এর আগে ১১ জুন রোববার একই স্থানে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বদরুল খান। সংগঠনের তহবিলে নিজ নামে ‘জালালাবাদ ভবন’ কেনার অভিযোগে ওই সাধারণ সভায় মইনুল ইসলামকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হয়। 
এর আগে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্কট নিরসনে ট্রাস্টি বোর্ড ও কয়েকজন সিনিয়র সদস্য সবরকম চেষ্টা চালালেও কোনো ঐকমত্যে পৌঁছতে পারেননি। তবে দুটি বহিস্কারাদেশই কার্যকর হবে ২৫ জুন থেকে। সাধারণ সদস্যরা আশাবাদী, এই সময়ের মধ্যে আবারো আলোচনার উদ্যোগে নিলে সঙ্কটের সমাধান হতে পারে। অর্থাৎ ভাঙন থেকে রক্ষা পাবে প্রবাসের সবচেয়ে বড় এই সংগঠনটি।

 

কমেন্ট বক্স