Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

তুমি আমার জীবন্ত কবিতা

তুমি আমার জীবন্ত কবিতা
কাজী নাজরিন


কবিতার ভাঁজে ভাঁজে
তোমার অনুভূতিগুলো বারবার নাড়া দেয়
তোমার আবেগী চেহারার পরশ খুঁজে পেতে
কবিতা লিখে চলি অবিরাম।
তোমার তুলতুলে নরম হস্তের শিহরণ
মস্তিষ্ক জাগ্রত করে।
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে তুমিই বহমান।
কবিতার কলম ডায়েরিজুড়ে তোমার বসতি।
থরে থরে কবিতা ফোটে তোমার স্নেহের মহিমায়।
আমার কাছে তুমি একটা আস্ত কাব্যের ঝুলি।
তুমি আমার জীবন্ত কবিতা!
 

কমেন্ট বক্স