কাজী নাজরিন
কবিতার ভাঁজে ভাঁজে
তোমার অনুভূতিগুলো বারবার নাড়া দেয়
তোমার আবেগী চেহারার পরশ খুঁজে পেতে
কবিতা লিখে চলি অবিরাম।
তোমার তুলতুলে নরম হস্তের শিহরণ
মস্তিষ্ক জাগ্রত করে।
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে তুমিই বহমান।
কবিতার কলম ডায়েরিজুড়ে তোমার বসতি।
থরে থরে কবিতা ফোটে তোমার স্নেহের মহিমায়।
আমার কাছে তুমি একটা আস্ত কাব্যের ঝুলি।
তুমি আমার জীবন্ত কবিতা!
কবিতার ভাঁজে ভাঁজে
তোমার অনুভূতিগুলো বারবার নাড়া দেয়
তোমার আবেগী চেহারার পরশ খুঁজে পেতে
কবিতা লিখে চলি অবিরাম।
তোমার তুলতুলে নরম হস্তের শিহরণ
মস্তিষ্ক জাগ্রত করে।
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে তুমিই বহমান।
কবিতার কলম ডায়েরিজুড়ে তোমার বসতি।
থরে থরে কবিতা ফোটে তোমার স্নেহের মহিমায়।
আমার কাছে তুমি একটা আস্ত কাব্যের ঝুলি।
তুমি আমার জীবন্ত কবিতা!