Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ছবি সংগৃহীত


তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, উইসকনসিনসহ বিভিন্ন জায়গায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় ফিলাডেলফিয়ায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

সাদা তুষারে ঢেকে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের বাসভবন হোয়াইট হাউস। এমন অবস্থা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অন্য সব অঞ্চলেও। চলতি সপ্তাহে দ্বিতীয় বারের মতো তুষারঝড়ের কবলে পড়ে শহরটি। বেশির ভাগ এলাকা ৫ থেকে ৭ সেন্টিমিটার শুভ্র আস্তরণে ঢাকা পড়েছে। তবে এর মধ্যেও কিছু বাসিন্দা নেমে পড়েছেন তুষারের সৌন্দর্য উপভোগে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যও তুষারপাতে থমকে গেছে। সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। অঙ্গরাজ্যটির বিভিন্ন জায়গায় প্রায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত ঢাকা পড়ে তুষারে। এদিকে তীব্র ঠান্ডা আর তুষাঝড় কমে এলেও এখনো জমে আছে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের আশপাশের হ্রদগুলো। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তৈরি হয়েছে এ পরিস্থিতি। এ ছাড়া গেল সপ্তাহ থেকে বৈরী আবহাওয়ার কারণে মিলওয়াকিতে ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েন হাজার হাজার মানুষ।

ঠান্ডায় ক্ষতিগ্রস্ত আরেক অঙ্গরাজ্য ভার্জিনিয়া। কোথাও কোথাও তাপমাত্রা থাকছে মাইনাস ৩০ ডিগ্রির ঘরে। এ ছাড়া এক লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এ ছাড়া কেন্টাকি অঙ্গরাজ্যের রেড রিভার জর্জ এলাকায় তীব্র তুষারে আটকে পড়া চারজনকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও তুষারের কারণে ব্যাহত হচ্ছে রাশিয়ার জনজীবন। শুক্রবার রাজধানী মস্কোসহ দেশটির মধ্যাঞ্চলে তীব্র তুষারপাত এবং ঝোড়ো বাতাস বয়ে যায়। এতে বিভিন্ন জায়গায় প্রায় ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষারের আস্তরণ তৈরি হয়। অনেক জায়গায় রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাস ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স