মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করার প্রয়াসে এবার WWE আইকন দ্য আন্ডারটেকার (মার্ক ক্যালাওয়ে) এবং কেন (গ্লেন জ্যাকবস) এর অনুমোদন পেয়েছেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। WWE কিংবদন্তিদের সঙ্গে একটি টিকটক ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে টার্গেট করে এই তিনমূর্তিকে লাগাতার কটাক্ষ করতে শোনা গিয়েছে। তাদের অ্যাটাক থেকে রেহাই পাননি হ্যারিসের রানিং মেট-ও।
সম্প্রতি কমলার পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে বিঁধেছিলেন প্রাক্তন WWE স্টার ডেভ বাতিস্তা। ট্রাম্পকে ‘উইক’ এবং ‘ওভারওয়েট’বলে কটাক্ষ করেছিলেন। ভাইরাল টিকটক ভিডিওতে তারই পাল্টা আন্ডারটেকারকে বলতে শোনা গিয়েছে— ‘আচ্ছা ঠিকাছে। ৫ নভেম্বর ইলেকশন-ম্যানিয়া। সে দিনই না হয় দেখা যাবে কে স্ট্রং, আর কে উইক!’
নির্বাচনের আগে, ট্রাম্প হোয়াইট হাউসের শীর্ষ পদের জন্য তার প্রতিদ্বন্দ্বী হ্যারিসের মতো যতটা সম্ভব তার মিডিয়া মনোযোগ বাড়াচ্ছেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি এই সপ্তাহে হ্যারিসের বিরুদ্ধে তার সমালোচনার স্বর তীব্র করেছেন, তিনি WWE সহ-প্রতিষ্ঠাতা ভিন্স ম্যাকমোহনের সঙ্গে একাধিক ইভেন্টে উপস্থিত হয়েছেন।
এদিকে ভোটের আসরে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের হয়ে নেভাডার ভোটপ্রচারে গিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে আগাগোড়া কটাক্ষে বিঁধলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কোন ধরনের রাখঢাক না-রেখেই বললেন, ‘মিস্টার ট্রাম্প টাকা, স্টেটাস আর নিজের ইগো ছাড়া আর কোনও কিছুই তোয়াক্কা করেন না। তাই এ বার আমরা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে হোয়াইট হাউসের কুর্সিতে দেখতে তৈরি। আমাদের সৌভাগ্য যে কমলা নিজেও এই দায়িত্ব নিতে পুরোপুরি তৈরি।’
কমলার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘কমলা এমন এক নেত্রী, যিনি সারা জীবন সেই সব সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, যারা বরাবর এক জন চ্যাম্পিয়ন লিডারকে চেয়েছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কমলা। নিজের কলেজে পড়ার খরচ চালিয়েছেন ম্যাকডোনাল্ডসে কাজ করে। কমলা সেই গোত্রের লিডার, যাঁরা বরাবর দেশ গড়ার নীতিতে বিশ্বাসী। ভাঙার নয়।’
সূত্র: হিন্দুস্থান টাইমস
ঠিকানা/এসআর