Thikana News
২৩ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪


 

যুক্তরাষ্ট্রের সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত ফাইল ছবি


যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমানঘাঁটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে চারজন ক্রু সদস্য ছিলেন। তারা চারজনই বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

স্বয়ংক্রিয় আবহাওয়ার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানঘাঁটি এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে বিরাজ করা ছাড়াও দৃশ্যমানতা কম ছিল। আকাশে মেঘের পরিমাণও কম ছিল।

মার্কিন বি-১ একটি গতানুগতিক সুপারসনিক বোমারু বিমান। ১৯৮০-এর দশকে এই যুদ্ধবিমান মার্কিন বিমানবাহিনীর হাতে দেওয়া হয়। মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য বজায় রাখতে এবং আফগানিস্তানে খুব কাছ থেকে মার্কিন অভিযানে সহায়তা করতে এসব যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে। তবে এই সামরিক বিমান কোনো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে না।

প্রথম দিকে ১০০টির মতো বি-১ বোমারু বিমান তৈরি করা হলেও বর্তমানে ৬০টির কম টেক্সাসের ডাইস বিমানঘাঁটিতে রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স