Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

দশ টন

দশ টন
জেবুন্নেছা জোৎস্না

সমগ্র বাংলাদেশের দশ টন বোঝা বয়ে
আমি যেদিন মানুষ থেকে যন্ত্র হয়ে গেলাম, তখন-
একশ বিশ ডেসিবল ভেঁপুতে তারস্বরে চিৎকার দিই,
‘একশ হাত দূরে থাকো’! -তবু পিষ্ট হতো
রোজ কেউ না কেউই-অধিকাংশ বধির যে!

নোনা জলাভূমির এসব একরাশ মানবীয় অনুভূতি
শেষ দল বেঁধে এসেছিল আমার হৃদয় হতে মুখ গহ্বরেতে-
গলাধঃকরণের যন্ত্রণায় সেদিন আমি নীল তিমি হয়ে
উগরে দিয়েছি সকল কষ্ট ডায়াসপোরার বেসিনে!

অতঃপর কী এক অতল তলে রাত-দিন ঘুরি-
যদি ব্যবচ্ছেদ করো আমায় তো দেখবে
নিউরনের প্রতিটা স্পন্দনে তোমার স্ফূরণ ঘটে-
বৃষ্টির অণুতে পরমাণুর বন্ধন যেভাবে সাগরে মেশে
তেমনি তুমি বয়ে যাও আমার গহিন ধমনির স্রোতে!

এর পর থেকে কষ্ট পেলে আমি আর প্রার্থনা করি না-
দু-প্যাগ ভদকাতে নিজেকে ঈশ্বর ভাবি মহাসুখে!
মানুষ আদতে সে ঈশ্বর! আর ঈশ্বর নিজভূমে থাকে-!
কষ্টকে আমার তাই আটলান্টিকের এপারে বেরসিক লাগে!

কমেন্ট বক্স