বাবুই বা চড়ুইয়ের নাই কোলাহল
চঞ্চলা পায়রার ক্ষীণ মনোবল!
ঘুঘু আর কোকিলের বিভাজিত সুর
রাহুগ্রাসে শরতের সোনালি দুপুর!
দূর থেকে শোনা যায় তৃষিতের ডাক
চমকিত ডানা মেলে উড়ে যায় কাক!
সবুজের রংমাখা বাতাসের খাম
লালিমায় মিশে গেছে প্রাপকের নাম!
নামহীন ঠিকানার খোঁজ নিতে আজ
সন্ধানী পিয়নের মানবিক সাজ!
সাজে কাজে প্রমাণিত প্রায়োগিক ভুল
ধীর লয়ে ধরা দেয় শৈল্পিক স্থূল!
স্থূলাকার ক্যাম্পাসে প্রতিভাত রূপ
ফুটে উঠে কদাকার স্থির, নিশ্চুপ!
তবু আশা শোনা যাবে ভৈরবী রাগ
কেউ এসে মুছে দেবে রক্তের দাগ!