Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কোজিমাকে নিয়ে তথ্যচিত্র আসছে ডিজনি প্লাসে 

কোজিমাকে নিয়ে তথ্যচিত্র আসছে ডিজনি প্লাসে 
শিগগিরই স্ট্রিমিং সেবা ডিজনি প্লাসে দেখা যাবে জাপানের কিংবদন্তী গেইম ডিজাইনার হিদেও কোজিমার তথ্যচিত্র।  বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কোজিমা বলেন, ‘হিদেও কোজিমা: কানেক্টিং ওয়ার্ল্ডস’ শীর্ষক তথ্যচিত্রটি এক্সক্লুসিভ হিসেবে আসবে ডিজনির প্রিমিয়াম স্ট্রিমিং সেবায়। এর আগে গেল গ্রীষ্মে নিউ ইয়র্কে আয়োজিত ‘ট্রিবেকা ফিল্ম ফেস্টিভাল’-এ এর প্রিমিয়ার দেখানো হয়।

তথ্যচিত্রটি বৈশ্বিকভাবে মুক্তি পাবে ২০২৪ সালের বসন্তে।

এ তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ২০১৯ সালে কোজিমার নিজস্ব স্টুডিও ‘কোজিমা প্রোডাকশন্স’ থেকে প্রকাশিত প্রথম ভিডিও গেইম ‘ডেথ স্ট্র্যান্ডিং’-এর পর্দার পেছনের গল্প। এতে তার সৃজনশীল ক্যারিয়ারের শুরুর দিনগুলোর সঙ্গে তার ছোটবেলার এক্স স্মৃতিও দেখানো হয়েছে বলে জানিয়েছেন কোজিমা।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এ তথ্যচিত্রে গেইমিং খাতের শৈল্পিক দিকও তুলে ধরা হয়েছে, যার বাস্তবিক রূপ কোজিমা নিজেই।

এ তথ্যচিত্র ঘোষণার আগে নিজের পরবর্তী গেইম ‘ওডি’র প্রথম ঝলকও দেখিয়েছেন কোজিমা। গেইমটি সম্পর্কে এখনও তেমন তথ্য না পাওয়া গেলেও, এর ট্রেইলার থেকে ইঙ্গিত মিলেছে, এতে হরর ঘরানাকে সিনেমাটিক শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা এর আগে ফাঁস হওয়া তথ্যের সঙ্গেও মিলে যায়।

আসন্ন গেইমটিতে কাজ করেছেন কমেডি শো ‘কি অ্যান্ড পিলে’ খ্যাত চলচ্চিত্রকার ও কমেডিয়ান জর্ডান পিলে। আর এটি প্রকাশ পাচ্ছে ‘এক্সবক্স গেইম স্টুডিওস’-এর অধীনে।

এ বিষয়ে কোজিমা বলেছেন, গেইমটিতে বড় পরিসরে ব্যবহার করা হবে মাইক্রোসফটের ক্লাউড প্রযুক্তি।  “ভিডিও গেইমিং একটি শিল্প,” মেটাল গিয়ার গেইমের নির্মাতা কোজিমা সম্পর্কে এমন মন্তব্য করে তথ্যচিত্রের সারমর্ম তুলে ধরেন পরিচালক গিয়েরমো দেল তোরো।

“তবে এ অর্কেস্ট্রার দায়িত্বে থাকেন একজনই।”


ঠিকানা/এসআর

কমেন্ট বক্স