নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী বুধবার (২৯ নভেম্বর) অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি।
২৭ নভেম্বর সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন জাতির মতামতকে অগ্রাহ্য করে একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তথাকথিত তফসিল ঘোষণার মাধ্যমে কমিশন দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়েছে।’
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


