Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নাহিদ ইসলাম

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত



 
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এককভাবে তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। এনসিপি কারও মুখোপেক্ষী নয়, কারও ওপর নির্ভরশীল হয়ে রাজনীতি করবে না। তবে নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতার প্রয়োজন হয়, তাহলে তারা সেটির জন্য উন্মুক্ত আছেন। আজ ২৯ অক্টোবর (বুধবার) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কার সঙ্গে জোট হবে কি হবে না আমরা সেটার ওপর বসে নেই। আমরা সেটার ওপর নির্ভরও করে নেই। আমরা আমাদের মতোই কার্যক্রম করছি এবং আমাদের মতোই প্রস্তুতি নিচ্ছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জোট করব না বলছি না, আমাদের অনেক ভাবতে হবে। জনগণের আমাদের নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদের তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়। পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছিল, জনগণ তাদের বিতাড়িত করেছে। এছাড়া যে দলগুলো আছে, গত ১৬ বছরে তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারার কারণ রয়েছে। যার কারণে জনমনে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’ নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন দলের বিভিন্ন রকম কলঙ্ক রয়েছে। বিএনপির কথা বলেন, অতীতে তাদের শাসন আমলে দুর্নীতি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। ৫ আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। এভাবে জামায়াতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে। ৫ আগস্টের পর জামায়াতকে নিয়েও সমালোচনা রয়েছে। ফলে সে জায়গা থেকে এই ধরনের দলগুলোর সঙ্গে জোটে গেলে আমাদের অবশ্যই ভাবতে হবে।’

নাহিদ ইসলাম যুক্ত করেন, ‘আমরা আমাদের মতো করে এগোতে চাই। আমরা এটা বলেছি, আমাদের জোটের বিষয়টি একটি নীতিগত জায়গা থেকে হতে হবে। জুলাই সনদ বা বিচার, গণ-অভ্যুত্থানের প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন। এই জায়গায় যদি আমরা দেখি আমাদের কাছাকাছি কেউ রয়েছে, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।’

‘শাপলা’ প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যাখ্যা দিতে হবে। শাপলা যদি দিতে ব্যর্থ হয় বা দিতে না চায়, তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা, সেই প্রশ্ন থেকে যায়। একটা নতুন দলের সঙ্গে বেইনসাফ করলে তো নির্বাচন সুষ্ঠু হবে কিনা প্রশ্ন থেকে যায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স