Thikana News
০৯ মে ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৯ মে ২০২৫

ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা

ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা ছবি সংগৃহীত

পরীক্ষামূলকভাবে ভিসা ছাড়াই ছয় দেশের নাগরিকদের চীনে ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা করেছে বেইজিং। আগামী এক বছরের জন্য এসব দেশের নাগরিকরা এই সুবিধা ভোগ করতে পারবেন। ২৪ নভেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

দেশ ছয়টি হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এসব দেশের নাগরিকরা সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ১৫ দিন পর্যন্ত চীনে ব্যবসা বা ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনের উচ্চস্তরের উন্নয়ন এবং বিশ্ববাসীর জন্য চীনের দরজা যে খোলা, তা প্রচারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে চীনে প্রবেশের জন্য বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন হয়ে থাকে। তবে ব্রুনাই ও সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। এর সঙ্গে এবার আরও ছয়টি দেশ যুক্ত হতে চলেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স