যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্ট। গত ২৬ জানুয়ারি অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশী অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কিছু বৈধ অভিবাসী রয়েছে। এমনকী বেশ কয়েকজন গ্রিনকার্ডধারী রয়েছেন, যাদের গ্রিনকার্ডের মেয়াদ আগেই শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী গ্রিনকার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন করতে হয়। মেয়াদোত্তীর্ণ হলে একজন অভিবাসীর বৈধ স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। ফলে তিনি অবৈধ অভিবাসী হিসাবে বিবেচিত হন। তাই গ্রিনকার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই গ্রিনকার্ড নবায়নের পরামর্শ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
সিনিয়র আইনজীবী মোহাম্মদ এন মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পরামর্শে বলেন, গ্রিনকার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করা উচিত। যাদের গ্রিনকার্ডের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাদের এখনই নবায়নের জন্য আবেদন করা উচিত।
তিনি উল্লেখ করেন, এ দেশে যারা স্থায়ী বাসিন্দা তাদের গ্রিনকার্ড আপ-টু-ডেট থাকা উচিত। মেয়াদ উত্তীর্ণ হলে এবং নবায়নের জন্য আবেদন করা না হলে বৈধ স্ট্যাটাস হারানোর ঝুঁকি থেকে যায়। চলমান ইমিগ্রেশন সঙ্কটে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এন. মজমুদার।