Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত

ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়েছে। গত ১০ নভেম্বর সন্ধ্যায় প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইইউকম)। দুর্ঘটনার খবর জানালেও এটা কোন ধরনের বিমান বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা জানায়নি ইইউকম। তবে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

১১ নভেম্বর (শনিবার) এক বিবৃতিতে ইইউকম জানিয়েছে, প্রশিক্ষণের সময় শুক্রবার পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা ক্রু সদস্যদের পরিণতি কী হয়েছে তা জানায়নি ইইউকম। আর দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওযার পর ইসরায়েলের সহায়তায় বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এর মধ্যে বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও অন্য যুদ্ধজাহাজ রয়েছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স