Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

প্রকৃতির অমল আহ্বান

প্রকৃতির অমল আহ্বান
নন্দিনী মুস্তাফী

সবুজের সুশীতল সমাবেশ!
কেবলই ডাকে; ডেকে যায় আনমনে,
আয়-আয়! এবং কেবলই চলে আয়,
এই বিষণ্ন অবেলার গোধূলির নিস্তব্ধ তন্দ্রাঘোরের বিনম্রতায়।

আমি দেখি উদাসী নয়ন মেলে
পেছনে ফেলে আসা ঘোর লাগা
অজস্র স্মৃতির দুয়ার খুলে দিয়ে,
আমি হারাই বারংবার ফেলে আসা
বাঁকের মায়ায়; এবং কেবলই ধূসর সন্ধ্যায়
আহা বেভুল জীবন আমার!
হিসাব মেলাতেই চলে গেল কুড়ি তিন;

সাজেকের পথের মোড়ে নাম না-জানা অজস্র মুখের স্বপ্নালু নয়ন!
অপেক্ষার ফিরিস্তি আর বুকের জমিন
দোদুল্যমান বিশ্বাসে ভালোবেসে যাবার
শুধুই শ্রুতি!

বৈশ্বিক সবুজের সুশীতল নিমগ্নতা
যেন জীবন থেমে গেছে এখান থেকেই।
অপ্রেমের গল্পের উপাখ্যান
শুধু নৈঃশব্দ্যের নিমিত্তেই।
 

কমেন্ট বক্স