Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

যৌগিক রং

যৌগিক রং
বেগুনি রং হয়
লাল আর নীলে,
গোলাপি রং হয় লাল সাদা মিলে।

আকাশি রং হয়
নীল ও সাদায়,
হলুদ ও লাল পাবে শুধু কমলায়।

সবুজ রং হয়
হলুদ ও নীলে,
খয়েরি রঙ পাবে লালে কালো দিলে।

লাল এবং হলুদে
রাঙা আগুনি,
বাদামি রঙে আছে হলুদ বেগুনি।
 
রবির সাত রং
মিলে হয় সাদা,
কালোতে রং নেই মনে হয় ধাঁধা ॥

কমেন্ট বক্স