Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আমও গেল, ছালাও গেল

আমও গেল, ছালাও গেল
আম শুধু নয়-ছালাও গেল
জীবন হলো এলোমেলো
বাপ চেনে না ছেলেটা কার
বউ দিতে চায় ডিভোর্স লেটার
বলছে মেয়ে বাপটা চিটার
জীবন হলো বিটার, বিটার
পায় না উপায় লজ্জা ঢাকার
প্রয়োজনটা শুধুই টাকার।

মালিক হলে কোটি টাকার
গ্যারান্টি নয় সুখে থাকার
ছাগলকাণ্ড ঘটে যদি
জীবনটা হয় দুঃখের নদী
গডফাদারের হাত ইশারায়
ন্যাড়া মাথায় পালানো যায়
পালাতে তো পারবি নারে
আখিরাতের শেষ বিচারে ॥
-নিউইয়র্ক, ২৯.০৬.২৪

কমেন্ট বক্স