কাজী নাজরিন
প্রেমের মায়াজালে আষ্টেপৃষ্ঠে বেঁধেছিলে গভীরভাবে।
তীব্র থেকে তীব্রতর প্রেমের নেশায় অবিরত ছটফট করতে করতে জীবন দুর্বিষহ।
সেই যন্ত্রণার দাহে যখনই জ্বলেপুড়ে ছাই ঠিক সেই মুহূর্তে চলে গেলে,
সেই ধকল কাটিয়ে উঠতে পার করতে হয়েছে অনেক বিনিদ্র রাত।
অঝোরধারায় ঝরছে দু’চোখে অশ্রু।
কত শত রাত্রি কেটেছে বাঁধভাঙা কান্নায়।
ফিরে তাকাওনি একটিবারের জন্যও, খুব আনন্দে হেসেছ অনাবিল আনন্দে।
নতুন প্রেমিকার আগমনে হয়তো আমি বিষিয়ে উঠেছিলাম।
কোমল হৃদয় চূর্ণ-বিচূর্ণ করে দূরে ঠেলে দিলে।
নিজেকে অনেক কষ্টে কঠিন করতে বাধ্য হয়েছি, শুধু তোমায় ভুলে থাকতে।
রাতের পর রাত এখনো নির্ঘুম কাটে সুন্দর মুহূর্তগুলো যখন কল্পনায় ভাসে।
তবুও নিজেকে আর হারানো ভুবনে নিয়ে যেতে চাই না।
হঠাৎ অবেলায় কেন? ফিরে এলে আমার ক্ষতবিক্ষত দগ্ধ পাঁজরে।
নতুনভাবে কি আবার কষ্টের সাগরে ভাসিয়ে দিতে চাও?