ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনি জনসাধারণের চিকিৎসায় ওষুধ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ অক্টোবর বুধবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ফোন করে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে জানিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের চিকিৎসাসেবা দিয়ে পাশে থাকতে চাই। দ্রুততম সময়ে ওষুধসামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব সব চেষ্টাই করা হবে।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন। তিনি ইসরায়েলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন তার নিজের জীবনের হতাহতের ক্ষত থেকে। শিশু রাসেলের হত্যায় কী বেদনা হয়েছে, সেটি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন। এ জন্যই বিশ্ব পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি (প্রধানমন্ত্রী) ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য কথা বলছেন। তাদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


