স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় ৪৩ জন শিক্ষক আহত হয়েছেন। আজ ২৯ অক্টোবর (বুধবার) দুপুরের দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় এই ঘটনা ঘটে। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে একটু এগোতেই পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ জলকামান ও সাউন্ডে গ্রেনেড নিক্ষেপ করে। এতে ৪৩ জন মাদ্রাসা শিক্ষক আহত হন। পরে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের এলাকায় অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষকদের একজন বলেন, আমাদের শিক্ষকরা কি অপরাধ করেছিল? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই ফ্যাসিস্ট পুলিশ, আওয়ামী লীগের দালাল পুলিশ নির্দয়ভাবে গরম পানি মেরেছে।
আরেক শিক্ষক বলেন, এমন হামলার ঘটনায় আমরা পুলিশের বিচার চাই। শিক্ষকরা এসেছে তাদের ন্যায্য দাবি আদায়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, প্রেসক্লাব এলাকা থেকে ৪৩ জন শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। কাউকে ভর্তি হতে হয়নি। সবাই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপুরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


