আনজানা ডালিয়া 
একটা শখ জেগেছে
অদ্ভুত একটা শখ,
প্রিয় মানুষটাকে পাশে নিয়ে গভীর অরণ্যে সারা দিন ঘুরে বেড়ানো
গাছেদের সাথে পরিচয় হবে,
পাখিদের নাম জানব,
ফুলেদের জীবনী কান পেতে শুনব
আমাদের মতো ওদেরও জীবন আছে
আমাদের জীবনগাথা প্রকাশ হয়
ওদের কেন হবে না?
একটা দিন ওদের জীবন গবেষণায় কাটাব।
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
