Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ভালো আছি

ভালো আছি



 
নুশরাত রুমু

জোছনার প্লাবনে দিশেহারা বিদগ্ধ মন,
স্নায়ু অবশ করা মাদকতায় কেবলই শূন্যতা।
স্মৃতির জলছবি উড়িয়ে নিয়ে যায় মাতঙ্গী হাওয়া!
ভাবনার ছিপ হাতে অলস সময় পার।
মোহের সমীকরণ আঁকড়ে চলে সুখের প্রয়াস,
তবু ভালোবাসাহীন বিরস জীবনের ছড়াছড়ি-
মন বাক্সের তালায় মরচে পড়েছে,
ভেতরের চিরকুটে ছারপোকার আনাগোনা,
অপেক্ষারা শিস বাজিয়ে অবসাদে কাঁদে...
রোদের গন্ধ গায়ে মেখে
আকাশের বিষণ্নতা ভুলতে চাই
বুকের ভেতর দুখের নুড়ি গুছিয়ে রাখি সযতনে,
আহ্লাদী বাতাস শিখিয়ে যায় কানে, ভালো আছি।

কমেন্ট বক্স