Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

মৌসুমীর জন্মদিনে দূর থেকে ভালোবাসা ওমর সানীর

মৌসুমীর জন্মদিনে দূর থেকে ভালোবাসা ওমর সানীর





 
বাংলা চলচ্চিত্রের প্রিয় নায়িকা মৌসুমীর আজ জন্মদিন। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি, তাই দেশে ফেরার সুযোগ হয়নি এবং এবারের জন্মদিনও উদ্‌যাপন করতে হচ্ছে সেখানে।

মৌসুমীর স্বামী ও ঢালিউড অভিনেতা ওমর সানী দূরে থাকলেও ফেসবুকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।”

গত বছরও মৌসুমীর জন্মদিন কেটেছে দেশের বাইরে। তখনও ওমর সানী ফেসবুকে জানিয়েছিলেন, “জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। তবে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সব মেনে নিতে হয়েছে।”

অন্যদিকে, বিদেশে থাকলেও দেশের জন্মদিনগুলো মিস করেন মৌসুমী। তিনি বলেছিলেন, “দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের মানুষরা বাসায় কেক ও ফুল নিয়ে আসতেন। বিদেশে বসে সেই আনন্দ অনুভব করা মিস করি।”

দূরত্ব থাকলেও এ দম্পতির ভালোবাসা স্পষ্ট—জন্মদিনের এই শুভেচ্ছা তারই প্রমাণ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স