Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

অভিনেতা রবি কিষাণকে প্রাণনাশের হুমকি

অভিনেতা রবি কিষাণকে প্রাণনাশের হুমকি ছবি : সংগৃহীত





 
বিহারে নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে মৃত্যু হুমকি পেয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিশান। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন সামাজিকমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে তার বক্তব্যে আপত্তি জানায় এবং কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন। শুধু রবি কিশানই নন, তার পরিবার ও ধর্মীয় বিশ্বাস নিয়েও বাজে মন্তব্য করা হয়। ঘটনার পর তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

গোরক্ষপুরের পুলিশ সুপার অভিনব ত্যাগী বলেন, সাংসদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নির্বাচনী প্রচারের সময় তাকে মৃত্যু হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তার ধর্মবিশ্বাস ও পরিবারকেও লক্ষ্য করে অশালীন কথা বলা হয়েছে।

সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর আগেই রবি কিশান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, আমাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। শুধু আমি নই, আমার পরিবার ও আমার মা-কে নিয়েও অপমানজনক কথা বলা হয়েছে। এমনকি আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এবং শ্রীরাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনা কেবল তার ব্যক্তিগত মর্যাদায় আঘাত নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসের ওপরও আক্রমণ। তার ভাষায়, এ ধরনের আচরণ সমাজে ঘৃণা ছড়াতে এবং অরাজকতা তৈরি করতেই যথেষ্ট।রবি কিশান স্পষ্ট করে দিয়েছেন, তিনি এমন হুমকিতে ভয় পান না এবং অন্যায়ের সামনে মাথা নত করবেন না।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স