বলিউডের বাদশাহ শাহরুখ খানের আজ ৬০তম জন্মদিন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি জয় করে চলেছেন কোটি ভক্তের হৃদয়— শুধু ভারতে নয়, সারা বিশ্বেই।
১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম নেয়া শাহরুখ ছোটবেলা থেকেই অভিনয় ও নাচে আগ্রহী ছিলেন। দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে সূচনা করেন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ।
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’— প্রতিটি সিনেমাতেই তিনি প্রেম ও আবেগের নতুন সংজ্ঞা লিখেছেন। পরবর্তীতে ‘স্বদেশ’ ও ‘চাক দে! ইন্ডিয়া’-তে সমাজ ও দেশপ্রেমের বার্তা দিয়েছেন। আবার ‘ডন’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ দেখিয়েছেন অ্যাকশনের জৌলুস।
কাজল, মাধুরী, দীপিকা থেকে আনুশকা— প্রজন্মের পর প্রজন্মের নায়িকার সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন তিনি। যশ চোপড়া, করণ জোহর, রাজকুমার হিরানীর মতো পরিচালকদের সঙ্গে দিয়েছেন অসংখ্য হিট ছবি।
ব্যক্তিজীবনে স্ত্রী গৌরি ও সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সুখী পরিবার তার সবচেয়ে বড় অর্জন। বিনয়, মানবিকতা ও সততার জন্য পর্দার বাইরেও তিনি সবার প্রিয়।
আজ তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে জড়ো হবেন হাজারো ভক্ত— প্রিয় তারকার এক ঝলক দেখার অপেক্ষায়।
শুভ জন্মদিন, কিং খান — তুমি চিরকাল রোমান্সের রাজা।
ঠিকানা/এসআর



ঠিকানা অনলাইন


