অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। এসময় ২৫৩ জন আহত হয়েছেন। ভূখণ্ডটির শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে নতুন করে এই রক্তক্ষয়ী হামলায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ইসরায়েল শুধু পাল্টা জবাব দিয়েছে। একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কিন্তু কিছুই যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারবে না। হামাসকে আচরণ ঠিকভাবে করতে হবে।’ খবর আল জাজিরার।
ট্রাম্পের এই মন্তব্যের পরও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় এক সেনা নিহত হওয়ার পর সশস্ত্র বাহিনীকে 'প্রচণ্ড শক্তি' ব্যবহারের নির্দেশ দেন। নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্তগুলো যুদ্ধবিরতির সূক্ষ্ম ভারসাম্যকে আরও নড়বড়ে করে দিয়েছে।
গাজা থেকে পাওয়া চিত্রে দেখা গেছে, বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এবং জরুরি সেবা দিতে পারছে না উদ্ধারকারীরা।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৩৯৫ জন।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই শুরু হয় ইসরায়েলের পূর্ণ মাত্রার সামরিক অভিযান।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


