Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


এশিয়ার ৩ দেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিলো যুক্তরাষ্ট্র

এশিয়ার ৩ দেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিলো যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত



 

বিশ্বের প্রায় সব দেশের ওপরই শুল্কারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এশিয়া সফরে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশকে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ দিলেন ট্রাম্প।

 

দ্য ন্যাশন জানায়, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং কম্বোডিয়ার কিছু পণ্য আমদানি করার ওপর আনুষ্ঠানিকভাবে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সামিটে নতুন বাণিজ্য চুক্তির অধীনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এই তিন দেশের উপর পূর্বে ১৯ শতাংশ প্রত্যাবর্তী শুল্ক আরোপ করা হয়েছিল। ট্রাম্প আরোপিত এই শুল্ক বাতিলের অনুমোদন দিয়েছেন।

 

ডেটিক ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, এই অনুমোদনের ফলে থাইল্যান্ড, মালয়েশিয়া ও কম্বোডিয়ার বিভিন্ন পণ্য এখন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে।

 

এই বাণিজ্যিক সুবিধাটিকে ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা দৃঢ় করবে এবং বাণিজ্য সম্পর্ককে বিস্তৃত করবে।

 

থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছে, যার উদ্দেশ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ বাড়ানো। চুক্তি অনুযায়ী, থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য, জ্বালানি সরবরাহ এবং বিমান কিনবে, যার মূল্য ২০ বিলিয়ন ডলারের বেশি।

 

প্রতিদানে, ব্যাংকক প্রায় ৯৯ শতাংশ মার্কিন পণ্যের ওপর শুল্ক তুলে নেবে। যদিও যুক্তরাষ্ট্র বেশিরভাগ পণ্যের ওপর ১৯ শতাংশ প্রত্যাবর্তী শুল্ক বজায় রেখেছে, তবে নির্দিষ্ট কিছু থাই পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হয়েছে। তবে কোন কোন থাই পণ্য এই শুল্কমুক্ত সুবিধার আওতায় পড়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। 

 

অন্যদিকে, মালয়েশিয়া তিনটি গুরুত্বপূর্ণ পণ্য খাতের জন্য শুল্কছাড় সুবিধা নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রী টেংকু জাফরুল আজিজ জানিয়েছেন, এই শুল্কমুক্তি প্রযোজ্য হবে- এ্যারোস্পেস যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যাল পণ্য ও মূল কমোডিটিজ, যেমন পাম অয়েল, কোকো এবং রাবার।

এদিকে, প্রতিবেশী ইন্দোনেশিয়াও একই ধরনের শুল্কমুক্ত সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করছেন দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্থো।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স