Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সাবেক ম্যাচ রেফারি

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সাবেক ম্যাচ রেফারি আইসিসি প্রধান জয় শাহ ও সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রুড। ছবি : সংগৃহীত



 
আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড বিসিসিআইয়ের (ভারতের ক্রিকেট বোর্ড) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, নিজের দায়িত্বকালীন সময়ে ভারতীয় দলকে শাস্তি থেকে বাঁচাতে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল। সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা এই ক্রিকেট প্রশাসক এক সাক্ষাৎকারে এমন তথ্য প্রকাশ করেছেন।

ব্রড জানিয়েছেন, এক ম্যাচে ভারত ধীর ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছিল। কিন্তু তিনি সরাসরি এক ফোন কল পান, যেখানে তাকে নির্দেশ দেওয়া হয় যেন তিনি ‘সহনশীল’ হন এবং ভারতের ওপর জরিমানা না আসে-এমন কোনো উপায় খুঁজে বের করেন।

নির্দিষ্ট ম্যাচের নাম না জানালেও ব্রড বলেন, ‘সেদিন ভারতের ওভার রেট তিন বা চার ওভার পিছিয়ে ছিল, যার কারণে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা হওয়ার কথা। কিন্তু বিসিসিআইয়ের চাপের কারণে আমাকে সময়ের হিসাব এমনভাবে সাজাতে হয়েছিল যাতে তা জরিমানার সীমার নিচে চলে আসে।’

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, এখনকার ক্রিকেট প্রশাসন আগের তুলনায় অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠেছে। বিসিসিআই এখন ক্রিকেটের প্রধান আর্থিক চালিকাশক্তি, ফলে আইসিসির উচ্চপর্যায়ের পদগুলোতেও রাজনৈতিক প্রভাব বেড়েছে বলেই মনে করেন ব্রড।

দ্য টেলিগ্রাফ-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রড বলেন, ‘ভারত এখন সব অর্থ নিয়ন্ত্রণ করে, আর অনেক দিক থেকেই আইসিসিকে দখলে নিয়েছে। আমি খুশি যে এখন আর ওই পরিবেশে নেই, কারণ এখনকার পদগুলো আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক।’

ধীর ওভার রেটের সেই ঘটনার প্রসঙ্গে ব্রড জানান, ফোন কলের কারণে তাকে বাধ্য হয়ে ভারতীয় দলের প্রতি নরম হতে হয়েছিল। সেই সময় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে পরবর্তী এক ঘটনায় তিনি নিয়ম মেনেই শাস্তি দেন গাঙ্গুলির দলকে।

‘ভারত ম্যাচের শেষে তিন-চার ওভার পিছিয়ে ছিল। তখন আমি ফোন পাই-‘সহনশীল হোন, সময়টা বের করুন, কারণ এটা ভারত।’ ঠিক আছে, আমরাও তাই করেছিলাম। সময় হিসাব বদলে তা জরিমানার সীমার নিচে নামিয়ে আনলাম। পরের ম্যাচেই একই ঘটনা ঘটল। গাঙ্গুলি কোনো তাড়াহুড়া দেখাচ্ছিল না। আমি আবার ফোন করে জানতে চাইলাম, এবার কী করব? বলা হলো-‘তাকে শাস্তি দিন।’ অর্থাৎ, শুরু থেকেই রাজনীতি জড়িত ছিল। এখনকার অনেক কর্মকর্তা হয়তো রাজনৈতিকভাবে বেশি অভিজ্ঞ, না হয় কেবল মাথা নিচু করে কাজ করছেন, জানি না।’

ইংল্যান্ডের হয়ে ২৫ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলা ক্রিস ব্রড ২০০৩ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি ছিলেন। এ সময়ে তিনি ১২৩টি টেস্ট, ৩৬১টি ওয়ানডে ও ১৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। তার শেষ ম্যাচটি ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, শ্রীলংকার কলম্বোতে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স