র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলকেও বড় বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার নারীদের এশিয়ান কাপে জায়গা পেয়েও দিয়েছে চমক। কিন্তু প্রীতি ফুটবল ম্যাচে এশিয়ান কাপের নিয়মিত দল থাইল্যান্ডের কাছে পাত্তা পেলেন না ঋতুপর্ণারা। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
ব্যাংককের চোনবুড়ি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে থেকে শেষ করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে গোলটি করেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে পিটার বাটলারের দল। বড় হারেই শেষ হলো এশিয়ান কাপের প্রথম প্রস্তুতি পর্ব।
পিটার বাটলারের দল ১২ মিনিটে প্রথম গোল হজম করে। ২৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে তার দল। ২৯ মিনিটে ব্যবধান ২-১ করে ফেললেও প্রথমার্ধের ৩৪ মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ নারী ফুটবল দল।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চতুর্থ গোল হজম করে থাইল্যান্ডের চেয়ে র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ। ৩৪ মিনিটের মতো ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। প্রথম ম্যাচে হারের পর কোচ দলের সিনিয়র ফুটবলারদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন। এবারের হারে যে ক্ষোভ বাড়বে বৈ কমবে না।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


