Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত



 
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ১৬৫ রানের জবাবে ১৪৯ রানে থামে টাইগারদের ইনিংস। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো উইন্ডিজ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে উইন্ডিজ। তবে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে রিশাদের বলে ব্যক্তিগত ৩৪ রানে আথানেজ ফিরলে। ৩৩ রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮২ রানে ৩ উইকেট পড়লেও বাকি ইনিংসে আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক শেই হোপ ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার রোভম্যান পাওয়েল শুরুতে ধুঁকলেও শেষের দিক ঝড় তুলে করেন ২৮ বলে ৪৪। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে তিনি হাঁকিয়েছেন ৩ ছক্কা! তাদের জুটিতে ওঠে ৪৫ বলে ৮৩ রান। 

জবাবে ৫৭ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ২৮ রান করে তাওহিদ হৃদয় আউট হলে ৭৭ রানে ৬ষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ ও নাসুমের ২০ রান শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে।

শেষ ৩ বলে যখন ১৭ রান প্রয়োজন, তখন তাসকিন ডিম মিড উইকেট দিয়ে ছক্কা মারেন। দর্শকদের মনে অল্প সময়ের জন্য হলেও জয়ের আশা উঁকি দেয়। কিন্তু বিধিবাম! দেখা যায়, ছক্কা মেরেও হিট আউট হয়েছেন এই পেসার। ফলে ১৬ রানের পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স