Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, নিন্দা বিসিসিআইয়ের

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, নিন্দা বিসিসিআইয়ের



 
আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানির খবর জানাজানির পর চলছে তোলপাড়। নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন কাণ্ডে ভারতের জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে সংস্থাটি।

চলতি নারী বিশ্বকাপে এখনও হারের মুখ না দেখা অস্ট্রেলিয়া আছে দারুণ ছন্দে। টেবিল টপার হয়ে সেমিফাইনাল নিশ্চিত করা শিবির হঠাৎ আলোচনায় অপ্রত্যাশিত আর ঘৃণ্য এক কাণ্ডে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে দুই অজি ক্রিকেটারকে শ্লীলতাহানি করে এক মোটরসাইকেল আরোহী।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ইন্দোর শহরে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এরপর এক ক্যাফের দিকে যাওয়ার সময় দ্রুতগতিতে এসে এক মোটরসাইকেল আরোহী অশ্লীলভাবে দুই নারী ক্রিকেটারের শরীর স্পর্শ করে পালিয়ে যায়। পরক্ষণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে থেকে জানানো হয় অভিযোগ।

খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সামাজিক মাধ্যমসহ ক্রিকেট বিশ্বে শুরু হয় নিন্দা ওসমালোচনা। এটিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও বিচ্ছিন্ন একটি ঘটনা। ভারত সবসময়ই আন্তরিক এবং অতিথিপরায়ণ। অতিথিদের প্রতি সবসময়ই যত্নশীল। এমন সব কাণ্ডে আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। মধ্যপ্রদেশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে, আমরা তার প্রশংসা করি। আইন অনুযায়ী অপরাধী তার শাস্তি পাবে

দেশটির গণমাধ্যমগুলো বলছে, অভিযুক্ত আকিল খানের বিরুদ্ধে আগেই রয়েছে মামলা। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে এমন ঘটনার পর যথাযথ শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মহল।

বর্তমানে পুলিশ নিরাপত্তা প্রটোকলে কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে। এই ঘটনার পর নারী বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপের লিগ পর্বে ৭ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অজিরা। তবে হুট করে এমন লজ্জাজনক ঘটনা বিব্রত করেছে আয়োজক বোর্ড বিসিসিআইকেও।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স