যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির মাধ্যমে প্রতিবছর বিশ্বের ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পান। তবে গত কয়েক বছরের মতো এবারও এই সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ।
গত ১৯ অক্টোবর সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, নির্ধারিত অভিবাসন সীমা অতিক্রম করায় বাংলাদেশসহ ১৯টি দেশকে ডিভি লটারির সুবিধার বাইরে রাখা হয়েছে।
যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম, মূলত সেসব দেশের মানুষকেই এই ভিসা দেওয়া হয়। কিন্তু এই ১৯টি দেশ গত পাঁচ বছরে ৫০ হাজার বা তারও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, যা ডিভি লটারির নিয়মের পরিপন্থী।
যেসব দেশকে এবার ডিভি লটারির বাইরে রাখা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন ও হংকং, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।
ডিভি লটারির জন্য প্রতিবছর লাখ লাখ আবেদনকারী নিবন্ধন করেন এবং ‘র্যানডোমাইজড কম্পিউটার ড্রয়িংয়ের’ মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে নির্বাচন করা হয়। যারা নির্বাচিত হন, তারা ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে স্ট্যাটাস অ্যাডজাস্ট করার আবেদন জানাতে পারেন।
ঠিকানা/এনআই