নিউইয়র্কের ব্যস্ততম ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন- যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে ওঠানামা করেন। সেখানে প্রতিটি দেয়াল জুড়ে থাকে ঝলমলে বিজ্ঞাপন- সেই স্টেশন এবার রূপ নিয়েছে এক বিশাল শিল্প প্রদর্শনীতে।
বিখ্যাত ফটোগ্রাফার ও গল্পকার ব্র্যান্ডন স্ট্যানটন, যিনি তাঁর জনপ্রিয় প্রকল্প Humans of New York (HONY)–এর জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন, এবার স্টেশনটিকে উৎসর্গ করেছেন নিউইয়র্কের মানুষদের প্রতি এক ভালোবাসার চিঠি- ‘Dear New York’ শিরোনামে।
প্রথমবারের মতো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এবং এর সাবওয়ে স্টেশন পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত করা হয়েছে। স্টেশনের ১৫০টিরও বেশি ডিজিটাল স্ক্রিনে এখন ভেসে উঠছে হাজারো মানুষের প্রতিকৃতি ও তাঁদের জীবনের গল্প।
এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে স্ট্যানটনের তোলা ১০ হাজারেরও বেশি ছবি ও সাক্ষাৎকার, যা নিউইয়র্ক শহরের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় মানবচিত্র সংগ্রহ।
এই প্রকল্পটিকে স্ট্যানটন বর্ণনা করেছেন ‘a love letter to the people who make New York what it is’- অর্থাৎ, সেই সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধা, যারা প্রতিদিন নিজেদের কাজ, সংগ্রাম ও স্বপ্ন দিয়ে এই শহরকে গড়ে তোলেন।
প্রদর্শনীটি চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এবং এটি সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য। দর্শনার্থীরা স্টেশনে প্রবেশ করেই দেখতে পাবেন পর্দায় ভেসে ওঠা নানা মুখ- কেউ কর্মজীবী, কেউ পথশিল্পী, কেউ অভিবাসী মা বা বৃদ্ধা দাদি- সবাই মিলে যেনো এক জীবন্ত নিউইয়র্কের প্রতিচ্ছবি।
গ্র্যান্ড সেন্ট্রালের প্রতিটি কোণ আজ অন্যরকম- কোলাহলের মাঝে একটু থেমে যাওয়া, নিজের চারপাশের মানুষকে নতুন চোখে দেখা।
একজন দর্শনার্থী বলেন, প্রতিদিন এখানে শুধু ট্রেন ধরতে ছুটি। আজ প্রথমবার থেমে দেখলাম- এই শহরটা আসলে কত মানুষের গল্পে রাঙানো।
Dear New York শুধু একটি শিল্প প্রদর্শনী নয়- এটি শহরের প্রতি, এবং শহরের মানুষের প্রতি, এক উষ্ণ শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।
বিজ্ঞাপনের স্থান যখন নিলো মানুষের মুখ, তখন গ্র্যান্ড সেন্ট্রাল যেনো আবার মনে করিয়ে দিলো- নিউইয়র্কের আসল সৌন্দর্য তার মানুষ, তার গল্প।