Thikana News
১৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
গ্রেপ্তার এড়াতে পালালেন বাংলাদেশি, হলেন চাকরিচ্যুত

সুন্দরী সহকর্মীকে জোরপূর্বক  জড়িয়ে ধরে ঠোঁটে-গালে চুমু 

সুন্দরী সহকর্মীকে জোরপূর্বক  জড়িয়ে ধরে ঠোঁটে-গালে চুমু 



 
উত্তর আমেরিকার স্বনামধন্য রিয়েল এস্টেট ব্রোকারেজ কোম্পানি এক্সিট রিয়েলটি প্রাইম-এর নিউইয়র্কের হলিস কার্যালয়ে বাংলাদেশি একজন নারীকর্মী তার সহকর্মীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। ওই নারীকর্মী বিষয়টি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত সহকর্মী ঘটনাস্থল থেকে পালিয়েছেন। তবে এক্সিট রিয়েলটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে চাকরিচ্যুত করেছেন। ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টায়। 
একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, যৌন হয়রানির শিকার ওই নারী বাংলাদেশি কমিউনিটিতে একজন সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিত। তার স্বামীও একজন সঙ্গীতশিল্পী। সঙ্গীতশিল্পী দম্পতি হিসাবে তারা কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন। পাশাপাশি ওই নারীকর্মী নিউইয়র্ক পুলিশের অক্সিলারি অফিসার হিসাবে কিছুদিন কাজ করেছেন। তবে তিন মাস আগে এক্সিট রিয়েলটি প্রাইম কার্যালয়ে অভ্যর্থনা বিভাগের কর্মী হিসাবে যোগ দেন তিনি। 
অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। তিনি প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক কার্যকরী সদস্য। গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি এক্সিট রিয়েলটি প্রাইমের বর্ষসেরা সেলসম্যান। গতবছর তিনি উত্তর আমেরিকায় নম্বর-১ সেলসম্যান হিসাবে এক্সিট রিয়েলটির প্রধান কার্যালয়ের সম্মাননা পেয়েছেন। বাংলাদেশি কমিউনিটিতেও তার যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু হঠাৎ কেন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলো তা নিয়ে বিস্মিত তার সহকর্মীরাও। 
সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টায় অভ্যর্থনা বিভাগের ওই নারীকর্মী হাতে একটি পেপার নিয়ে অভিযুক্তের অফিসকক্ষে প্রবেশ করেন। অল্পসময়ের মধ্যে কক্ষের বাইরে এসে ৯১১-এ কল দেন তিনি। কিছু সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু তার আগেই ঘটনাস্থল ছেড়ে যান অভিযুক্ত। 
জানা গেছে, ওই নারীকর্মী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে অভিযুক্ত ব্যক্তি তাকে যৌন হয়রানি করেছেন। তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে গালে ও ঠোঁটে চুমু খেয়েছেন। তিনি ধ্বস্তাধস্তি করে নিজের সম্ভ্রম রক্ষা করে বাইরে এসে পুলিশে কল করেছেন। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন সহকর্মীরা। 
এ ঘটনার পর যৌন হয়রানির শিকার ওই নারীকর্মীর সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে কথা বলতে চাননি। পরে কথা বলবেন জানিয়ে এ প্রতিবেদকের ফোন নম্বর নেন। কিন্তু পরে আর কলব্যাক করেননি। 
অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। এমনকী- কিছুই হয়নি বলে দাবি করেন। পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে জানালে তিনি বলেন, কেউ অভিযোগ করে থাকলে জানার পর আইনজীবীর মাধ্যমে তা মোকাবেলা করবেন। 
এদিকে, এক্সিট রিয়েলটি কর্তৃপক্ষ চাকরিবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে চাকরিচ্যুত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকর্মী জানান, অভিযুক্ত ব্যক্তি প্রায় ৭ বছর আগে এক্সিট রিয়েলটিতে যোগ দেন। 

কমেন্ট বক্স