Thikana News
১৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

‘দেশপ্রেমিকে ঠাসা দেখি এই প্রবাসের অলিগলি!’

‘দেশপ্রেমিকে ঠাসা দেখি এই প্রবাসের অলিগলি!’



 
বিশ্বলয়ে ‘শান্তি’ নামক অদেখা সুখ প্রতিষ্ঠাতে
দেশপ্রধানদের আড্ডা জমে কথার ঝুড়ি নিয়ে সাথে।
নামটি তাহার ‘জাতিসংঘ’, অঙ্গজুড়েই সকল রূপ
ভদ্রাসনে বসেন সবাই ফলটা দেখা যায় না খুব!
আসেন মোদের দেশপ্রধানও সঙ্গে নিয়ে বন্ধু-স্বজন
প্রতিবারই হিসাব চলে এবার তারা আসলো ক’জন?
কেউবা ছোটেন সংবর্ধনায় ফুলে ফুলে সাজিয়ে ডালা
কারও হাতে ধরা থাকে ঘৃণার প্রতীক জুতার মালা!
কেউবা তাদের কথা শুনে আনন্দে মন বাজান তালি
কেউবা রেগে থুতু ফেলেন, নগ্ন ভাষায় পাড়েন গালি!
কারও হাতে দেশপ্রধানের বিকৃত কুশপুত্তলিকা
পুড়িয়ে সেটা প্রকাশ করেন প্রবল ক্রোধের অগ্নিশিখা!
কেউবা আবার ‘ডিম্ব’ ছুড়ে হিরো সাজেন রাতারাতি
হিতাহিত জ্ঞানহারা কেউ শুরু করেন হাতাহাতি!
ভালোবাসা এবং ঘৃণার যৌথ হাতের প্রযোজনা
দেশপ্রেমিকদের অভিনয়ে পূর্ণ থাকে সেই সিনেমা!
সুশীলেরা বলেন তখন ভাবমূর্তিটা আমার দেশের
নষ্ট হওয়ার জন্য দায়ী এমনতরো পরিবেশের!
আমরা যারা ‘আমপ্রবাসী’ পেছন ফেলে জন্মমাটি
দেশ-প্রবাসে সুখের আশায় ঘর্ম ঝরাই, গতর খাটি!
লাজ-শরমের মাথা খাওয়া এদের এসব কর্ম দেখে
আমাদেরই লজ্জা লাগে, উচিত চলা মুখটা ঢেকে!
মন থেকে নয়, ঘৃণার স্বরে করছে সবাই বলাবলি
‘দেশপ্রেমিকে ঠাসা দেখি এই প্রবাসের অলিগলি!’

কমেন্ট বক্স