Thikana News
১৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বর্ষণমুখর রাতে

বর্ষণমুখর রাতে



 
বৃষ্টি বৃষ্টি এই দিনে
মিষ্টি মিষ্টি কবিতা নিয়ে।
জানালার পাশে বসে
পড়ছ কি নিমগ্ন হয়ে
আমার সদ্য লেখা কাব্যগ্রন্থটিরে।

স্মৃতি কি তোমায় করেছে উতলা?
বর্ষণমুখরিত সেই সন্ধ্যাবেলা?
দুজনে মুখোমুখি
চকিতে ভীরু চাহনি।
বর্ষণে গর্জনে, নিবিড় সাজে
টানে কাছে, একান্তে।

সময় কি তবে
মুছে দেয় সব।
ঝোড়ো হাওয়ার মতো,
করে তছনছ। সাজানো বাগান
ক্ষত দাগ, ভালোবাসাময় রাত।

আজ বর্ষণমুখর রাতে,
কাকে তুমি পড়বে আপন করে।
চিরচেনা মুখস্থ বইটিরে
নাকি অযতনে বেড়ে ওঠা
প্রথম প্রণয়রে।
বড্ড জানতে ইচ্ছে করে...

কমেন্ট বক্স