রঙিন ডানার প্রজাপতি,
তুই যেন খুব মিষ্টি অতি!
উড়িস ফুলে ফুলে,
পেলি কোথায় এমন ডানা
বলবি আমায় খুলে?
চুপটি করে ফুলের ’পরে
বসে থাকিস আয়েশ করে
আবির রাঙা ভোরে,
দৃষ্টি কাড়া এমন রূপে
কে সাজাল তোরে?
ঝলমলালে রোদের হাসি
রূপ সাগরে যায়ও ভাসি!
আঁখি জুড়ায় দেখে,
কাছে গেলেই পালাস দূরে
ফুলের রেণু মেখে।
ধরতে যাওয়া তোরে মিছে
ডিম পেড়ে যাস পাতার নিচে
পোস্তদানার মত,
সুন্দর রে তোর উঠি নেয়ে
কম কিছু নোস ফুলের চেয়ে
বলছি কী আর অত?