Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

স্যালি রুনি

স্যালি রুনি



 
তুমি কাঁদো
তুমি পবিত্র, তোমার চোখে জল আসে
তোমার অন্তর একজন মা’র মতোই পবিত্র
যার অশ্রু-শাড়ির আঁচল জানে কোথায় লুকানো
তুমি জানো কি কত ভয়ংকর তারা
যাদের চোখে জলের আভাস নেই
হিটলার, নেতানিয়াহু-
তেমনি দলে দলে হিংস্র হায়েনারাও আছে পশ্চিমে
যাদের ভয়ে ঘরবন্দী স্যালি রুনি
যিনি মানুষের জীবন মর্যাদায় বিশ্বাসী
তিনি ফিলিস্তিনিদের জীবনে সৌন্দর্য দেখতে চান
কিন্তু সে পথে এগোলেই
চিহ্নিত হয় বর্তমান বিশ্বের শিশুহত্যার অসুর পাল

কমেন্ট বক্স