Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৬৪

ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৬৪ নেপালে বন্যা উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনীর একটি দল। ছবি : এএফপি



 
ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধসে নেপাল ও পার্শ্ববর্তী দেশ ভারতে কমপক্ষে ৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫ অক্টোবর (রবিবার) কর্মকর্তারা জানান, তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া দুর্গম পাহাড়ি এলাকা থেকে লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

নেপালে গত শুক্রবার থেকে অবিরাম ধারায় বৃষ্টিপাতের কারণে পাহাড়ি নদীগুলো ফুলে-ফেঁপে ওঠে এবং বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়।

নেপালের দুর্যোগ ঝুঁকি প্রশমন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাত বলেন, বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া দুর্যোগে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।

এরমধ্যে ভূমিধসের ঘটনায় দেশটির পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামে মারা গেছে ৩৭ জন। জেলাটির কর্মকর্তা সুনিতা নেপাল জানান, রাতভর বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। তিনি আরও জানান, উপদ্রুত এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছালেও রাস্তাগুলো ডুবে যাওয়ার তাদের কাজে বিঘ্ন ঘটছে। উদ্ধারকাজে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ও যন্ত্রচালিত নৌকা অংশ নিয়েছে।

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো উদ্ধার ও ত্রাণকাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আপনাদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বিবেচনার বিষয়। সাহায্য চাইতে কোনো ধরনের ইতস্তত করবেন না।’ দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে নেপালে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, নেপালের পার্শ্ববর্তী সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামীকাল সোমবার পর্যন্ত এই জেলাটিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ইতোমধ্যে সেখানে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স