অবদমিত অগ্নিশিখায় জেগে ওঠো
হেয় আঁধার ছিন্ন করে নিয়ে এসো দীপ্ত প্রভাত।
তুমি আর নিস্তব্ধ অরণ্যের প্রতিধ্বনি নও,
তুমি প্রলয়ের বজ্রধ্বনি, তুমি অজেয় অরণোদয়।
অচেতন সভ্যতার অবক্ষয়ী শৃঙ্খল ছিঁড়ে
নিয়ে এসো দিগন্তজোড়া মুক্তির আবাহন।
শোষণের সংকীর্ণ গহ্বর থেকে উঠে এসো,
স্থাপন করো শান্তি ও সমতার দীপম্যান স্তম্ভ।
তোমার পদধ্বনি এখন প্রজ্ঞার বিজয়গাথা
তোমার চোখে জ্বালাও নতুন মানবতার মশাল।
নারী তুমি মহাকালের অদম্য দ্রোহিনী,
তুমি নিজেই সৃষ্টি করো নতুন ইতিহাস।