প্রিয় মেঘ,
শরৎ বিকেলের মিষ্টি রোদে দেখতে
বেশ লাগে তোমায়
তুমি তো আমার মতো বিরহী নও
তুমি তো আমার মতো একাকী নও
মায়ার আভা ছড়াও সাদা শাড়ির আঁচলে
কাশের সারি, সারি দোলে জানিয়ে দাও তোমার আগমনী বার্তা
দূরের পাহাড় ডাকলে কাছে হেসে বেড়াও
ভেসে বেড়াও, নেচে বেড়াও ধ্রুপদি তালে
আর আমি তখন দূর থেকে কোনো এক
মেঘাদৃতের জন্য বসে থাকি বিরহ বন্দনায়।