Thikana News
০৫ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

‘তামিম বিএনপির, আমিনুল সরকারের প্রার্থী’

‘তামিম বিএনপির, আমিনুল সরকারের প্রার্থী’ ছবি সংগৃহীত
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মেরুকরণ।

এই নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হলে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে সভাপতি পদের লড়াই হতে পারে।

তামিম ইকবালকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগার লবী। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আলী আসগার লবী এই মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘তামিম ইকবাল আমাদের (বিএনপি) প্রার্থী, আর সরকার থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী দেওয়া হয়েছে।’

খুলনার ক্রিকেটের নাজুক অবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ না হওয়া প্রসঙ্গে লবী বলেন, তামিম ইকবাল নির্বাচিত হলে তিনি খুলনা ভেন্যুর উন্নয়নে কাজ করবেন।

তিনি তামিমের প্রশংসা করে বলেন, ‘ও খুব ভালো ছেলে, একজন নামকরা ক্রিকেটার। ও বিসিবিতে এলে ক্রিকেটের মান আরও উন্নত হবে।’

লবী তার ২০ বছর আগের বিসিবি সভাপতি থাকার সময়ের স্মৃতিচারণা করে বলেন, কীভাবে তিনি খুলনায় আন্তর্জাতিক ভেন্যু স্থাপনের জন্য আইসিসির আপত্তি দূর করেছিলেন। তখন খুলনায় বিমানবন্দর এবং আধুনিক হোটেলের অভাব ছিল। তিনি নৌবাহিনী এবং হোটেল রয়্যালের সঙ্গে কথা বলে সুইমিংপুল, জিমনেসিয়ামের মতো সুবিধা নিশ্চিত করে আইসিসিকে রাজি করিয়েছিলেন।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নত করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স