Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে আলোচনা

শুধু বাণিজ্যে শুল্ক কমবে না, যুক্তরাষ্ট্রকে অন্য কিছু দিতেই হবে

শুধু বাণিজ্যে শুল্ক কমবে না, যুক্তরাষ্ট্রকে অন্য কিছু দিতেই হবে
যুক্তরাষ্ট্রে রপ্তানির তুলনায় দেশটিতে বাংলাদেশের আমদানি ব্যয় কম। শুধু ব্যবসার মাধ্যমে তাই যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। তিনি আরো বলছেন, মার্কিন প্রেসিডেন্টে ডনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে হলে অন্য কিছু দিতেই হবে। তাই নিরাপত্তাসহ তাদের স্বার্থের নানা বিষয় নিয়ে আলোচনা চলছে, এমন কথা শোনা যাচ্ছে।

৩১ জুলাই বৃহস্পতিবার এই টকশোতে অতিথি হিসেবে আরো ছিলেন ই-সাউথ এশিয়ার প্রধান সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মাসকাওয়াথ আহসান। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এই অনুষ্ঠান সরাসরি দেখা গেছে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের এক বছর, জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি- টকশোটিতে এসব নিয়ে আলোচনা করেন দুই অতিথি।

ডনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। এই আলোচনার বিষয় গোপন থাকবে, কিছু দিন আগে সাংবাদিকদের এমন কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ প্রসঙ্গে ই-সাউথ এশিয়ার প্রধান সম্পাদক মাসকাওয়াথ আহসান বলেন, যখন দর কষাকষির পর্যায় থাকে, তখন যেকোনো কিছু গোপনই থাকে। চুক্তি হওয়ার পরে হয়তো সরকার পুরো বিষয়টি প্রকাশ করবে। সেটাই হওয়া উচিত বলে তিনি মনে করেন।

জুলাই আন্দোলনের এক বছর পার হতে চলেছে। সেই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো আওয়ামী লীগ বিরোধিতাকেই বেশি সামনে রাখছে। নিজেদের কর্মসূচি কী হবে, দর্শন কী হবে- এগুলো সেভাবে তুলে ধরছে না। এ নিয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ সাংবাদিক মাসকাওয়াথ আহসান বলেন, জেনজিদের আসলে নির্দিষ্ট কাঠামোতে আটকানো যাবে না। তাদের আবার প্রচলিত প্রগতিশীলতার সংজ্ঞার সঙ্গেও মেলানো যাচ্ছে না। প্রতিদিন তাই নানারকম জিজ্ঞাসার জবাব দিতে হচ্ছে এনসিপিকে। তবে সামাজিক গণতন্ত্রী হওয়ার ধাঁচ দলটির নেতাদের মধ্যে আছে। সবার রাজনীতিতেই কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য থাকতে হবে। এছাড়া রাজনীতির কোনো মূল্য থাকবে না বলে মনে করেন তিনি।

এদিকে প্রায়ই এনসিপির সমালোচনা করে থাকেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তরুণদের দলটির ভুলগুলো মূলত তিনি দেখিয়ে দিতে চান। যাতে তারা সঠিক পথে থাকতে পারে।

তিনি আরো যোগ করেন, এনসিপি নেতারা অন্য দলের চাঁদাবাজি নিয়ে কঠোর সমালোচনা করেন। অন্য দলের নেতাদের আক্রমণ করে কথা বলেন। এসব না করে তারা জনগণের জন্য কী করতে চান, সেগুলো সামনে আনা উচিত ছিল। তাদের উচিত ছিল নিজেদের কর্মসূচি সামনে রেখে প্রচারণা চালানো।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স