মা, তুমি ভালো থেকো
আমি এখানে বেশ ভালো আছি,
আমি কিন্তু একা নই মা,
আমার অনেক বন্ধুরা আছে, মিস আছে,
আছে ছোট-বড় ভাইয়া এবং আপুরা।
মা, জানো তো শেষ দিন স্কুলে আসার পথে বাবার হাতটা আমার ছাড়তে একদম ইচ্ছে করেনি,
মা, তুমি তো বলেছিলে আমার জন্য চিকেন ফ্রাই
করে রাখবে, কিন্তু!
মা আমি আর কক্ষনো চিকেন ফ্রাই খাব না,
কেন খাব না জানো মা?
কারণ আমার চোখের সামনে অনেককেই চিকেন ফ্রাইয়ের মতো অবস্থায় দেখেছি,
মা, বাবাকে বলে দিয়ো, আমি আর কখনো সকালবেলা স্কুল যাব না বলে বায়না ধরব না,
মা, ওমা, রোজ সকালবেলা তুমি আর আমাকে নিয়ে কষ্ট করতে হবে না
মা, আমি অনেক দূরে!
মা, তোমার কলিজার টুকরো অনেক ভালো আছে
মা, তুমি তো বলেছিলে, আমার দাদাভাই আকাশে চলে গেছে আল্লাহর কাছে,
আমিও মা, দাদাভাইয়ের কাছে চলে এসেছি
জানো মা, তোমাকে বলে আসতে পারিনি বলে কষ্ট হয়েছে,
মা, আল্লাহ চিঠি পাঠিয়েছেন তাই আমাকে এত দ্রুত চলে আসতে হলো,
সরি মাম্মা, আমাকে ভুল বুঝো না,
মা, তুমি আর বাবা একটা সময় ঠিকই আমার কাছে চলে আসবে,
আমরা তখন সবাই মিলে এখানে হাসব, খেলব আর ইচ্ছেমতো আনন্দ করব।
জানো মা,
এখানে স্কুল যাওয়ার তাড়া নেই, হিংস্রতা নেই, বর্বরতা নেই, বাচ্চা হারানোর ভয় নেই
খারাপ কিচ্ছুটি নেই,
এখানে আমি সবার সাথে অনেক ভালো আছি
এখানে ফুল, পরী, পাখি সব্বাই মিলেমিশে বেশ
আনন্দে দিন কাটে।
বাবা আর তুমি ভালো থেকো
মা, তুমি নিজের যত্ন নিয়ো, কেমন!