Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

আয়রে গানটা ধর

আয়রে গানটা ধর
দিনে-রাতে আজ কত শত লোক মরে
মেঘ থেকে বৃষ্টি নয়, শুধু রক্ত ঝরে!

বুটের তলায় নিষ্পেষিত বাংলাদেশ!
আজ আশা নেই, ভাষা নেই, সব শেষ!

প্রতিদিন আমি জড়োসড়ো হয়ে থাকি
মৃত্যু এসে কখন যে দিয়ে যায় ঢাকি!

মানুষের জানমাল খুব বেশি সস্তা
যত পারো ধরো মারো, ভরো বস্তা বস্তা।

ভয়ে দুমড়ে-মুচড়ে গেছে বাংলার আকাশ!
মুক্তিযোদ্ধার গলায়, ঝোলে কেন ফাঁস?

মজলুমের কান্নায় বাতাস আজ ভারী
দেখে বুক ফেটে যায়, সইতে নাই পারি।

গোলাপ বাগানে গোলাপ ফোটে না আর!
পাহাড়ে-সাগরে শুনি নৈঃশব্দ্য চিৎকার!

চারিদিকে থেমে গেছে পাখির কূজন!
নির্বাক বৃক্ষরা, ক্রমে হারাচ্ছে সুজন!

মব জাস্টিসের নামে জিম্মি এই দেশ!
জনমদুখিনী মায়ের, একি ছিন্ন বেশ!

এ রকম দেশ কি আমরা চেয়েছি বলো?
এখনো সময় আছে চলো সামনে চলো।

লজ্জা পেয়ে ঢাকে, সোনামুখ একাত্তর!
‘যদি তোর ডাক শুনে...’ আয় গানটা ধর ॥
 

কমেন্ট বক্স