রাজনীতিতে উত্তেজনা
তপ্ত হাওয়া, চলছে ঝড়
আশার আলো, কোথায় তুমি?
কোথায় তোমার সুখের ঘর?
আশা ছিল স্বাধীন দেশে
ফিরবে যে সুখ অবশেষে
রাজনীতিটা চলবে যে বেশ
পরস্পরকে ভালোবেসে
হানাহানি থাকবে না আর
ফিরবে না আর স্বৈরাচার
ফিরবে কথার স্বাধীনতা
ফিরবে সবার অধিকার
অথচ আজ সবাই রাজা
চলছে দেদার দখলদারি
যে যার মতো নিচ্ছে মজা
আসছে নতুন স্বৈরাচারী!
বিপ্লবীদের কাঁধে চড়ে
কেউ বনেছে সাপ অজগর
কেউ বনেছে বিরাট নেতা
কেউবা খুনি খুব ভয়ংকর ॥