প্রান্তরে প্রান্তরে ফোয়ারা, অথচ জল নেই
বালির নিচে ঘুমিয়ে আছে শত সহস্র হাহাকার
তৃষ্ণা এক অবাস্তব ছায়াপথ যেখানে চাঁদ হাসে রক্তিম
আর তারাদের চোখে জমাটবাঁধা অন্ধকার।
ঘোড়ার খুরের শব্দ, মরীচিকার পদচিহ্ন
পরাবাস্তব কোলাজ, যেখানে ইতিহাস নিঃশ্বাস নেয়
কিন্তু শ্বাসবায়ু নেই
প্রতিটি মৃত সৈনিকের ফোঁটায় একটি করে সূর্য ডোবে
এবং পুনরায় জন্ম নেয় এক অদেখা ব্যথিত গ্রহ।
আজও বাতাসে হাহাকার যেন সহস্র বছর ধরে
এক অলৌকিক নদী শুকিয়ে যাচ্ছে,
আর তার স্রোত বইছে শুধু অতৃপ্তির গভীরে।